বিনিকা তার স্বামীকে খুন করে
তিন বছরের মেয়ে সাচিকে নিয়ে
পুরোনো প্রেমিকের কাছে যায়।
বিনিকার সংসার ভালোই ছিল
তবু সে পুরোনো প্রেমিকের সাথে
যোগাযোগ রাখতো অকারণে।
খুন করার কারণ তার প্রেমিক
বিভিন্ন কৌশলে জানতে চেয়েছে
কিন্তু বিনিকা বুঝে এড়িয়ে গেছে।
যদিও মানুষ জানে বিনিকার
স্বামী স্বপন হেপাটাইটিস সি
অর্থাৎ এইচসিভিতে মারা গেছে।
খুনের ব্যাপারে জানে শুধু বিনি
আর তার প্রেমিক। তাও কেবল
তার মুখ থেকে শুনে জেনেছে।
সন্দেহ দূর করার বা সত্যিটা জানার
ইচ্ছে আছে প্রবল তবু তার প্রেমিক এ
ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না।
একদিন বিনিকা ইচ্ছে করেই বলে
আপাদমস্তক পরিপাটি মানুষটা
একটা বিবাহিত মেয়ের সাথে শোয়।
এ ঘটনা জানতে পেরে সে মেনে
নিতে পারেনি, বলল- মেনে নেয়া যেতো
যদি সে এতোটা ভালো না সাজতো।
সেই থেকে তার প্রেমিকও যত্নের সাথে
সুখের সংসার করে, পাছে ভয়
তারও এক বিবাহিত গার্লফ্রেন্ড আছে।
২৯ মার্চ ২৫