একটা সমুদ্রের চরে কিছু নাম লিখি, ঢেউ এসে
মুছে দিয়ে যায়, আবার লিখি, আবার মুছে দিয়ে
যায়, আবার লিখি আবার ঢেউ আসে মুছে যায়।
যদিও নামগুলো এক না, এবং ঢেউগুলোও
আলাদা। কিন্তু ঢেউয়ের আছড়ে পড়া, মুছে
যাওয়া দাগ, ভাঙনের শব্দ, ব্যথার বিষ প্রায় একই রকম।
সময় গড়াতে গড়াতে জীবন নদী সমুদ্রের পানে
ছোটে, এ বিশ্বাস এক সময় ভেঙে যায়; সমুদ্রের
কাছে চাঁদ যেমন ঈশ্বর, নদীর কাছেও তাই।
মৌলিক জীবন বলতেতো এই লিখে যাওয়া
আর মুছে যাওয়া, জৈবিক পুনরাবৃত্তি করতে
করতে একদিন সময়ের সমুদ্রে ডুবে যাব। ডুবতে
ডুবতে ভুলে যাব আসলে আমি কে অথবা আমি
আসলে কেউ না।
মে ২৫, ২০২৩