আমাকে গিলে খাওয়ার জন্য ওৎপেতে
আছে সে সারস, তার অন্তরে পীড়নের
আগুন।
আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি
স্বপ্নের দৌড়ের মতো, পথ আগাচ্ছে না
আমি অন্তঃসারশূন্য হতে হতে বিলীন হতে চাই
আলো লুকাতে দিচ্ছে না
আমি দৌড়াচ্ছি, পেছনে ফেলে যাচ্ছি বাড়ি আঙিনা, শিউলি গাছ, হাসনাহেনা

পালাবো পথে পথে পরিজন হন্তারক, ঘুরে ফিরে
শ্মশান আসে কিন্তু এখানে মৃত্যু ব্যতীত ঠাঁই নেই

আমাকে গিলে খাওয়ার জন্য ওৎপেতে আছে
যে সারস, সে গলা শুকনো করে চোখ লাল করে হা করে আছে। আমি অসহায় শিকার, ছায়ার মতো যে আড়াল তাতে নেই বাঁচার মতো অবসর,
আমাকে গিলে খাক, তৃপ্ত হোক সারস  রসনা, পূর্ণ হোক কামনার আহার
পলাতক আসামি হয়ে বাঁচতে বাঁচতে যদি মৃত্যুও হয় তবুও কারাগারের আঁধার চাই না।
জীবনের শূণ্য খাঁচা থেকে উড়ে যাক পাখি, বাসনা নেই ভালোবাসার

হন্তারক যেই আসুক, মৃত্যু ভয় মুক্তি পাক!


১৭ জুন ২০২৪