বুকের মধ্যে যে রাত তার দিন আসে না
শুধুই রাত, শীতল অন্ধকার।
জীবন আলোর আল্পনা হলে
প্রানের আছে চোখবোজা আঁধার।
এই তমসা আকন্ঠ পান করে করে একসময় মিলে যাবে সময়ের ধাঁধার প্রহর।
কি সুখ কার কোরে, খুঁজতে গিয়ে উপুড় করে
দেখি কিছুই নেই, শূণ্য বুদবুদের রকমারি।
চোখের আলো ফুরিয়ে গেলে যেমন আলো আঁধার খেলা শেষ, জীবনেরও আলো ফুরিয়ে আসে বিবর্ণ হতে থাকে চারপাশ।
বুকের রাত দীর্ঘ হতে থাকে, নির্ঘুম নিশ্ছিদ্র অন্ধকারে নিজেকে খুঁজে বেড়ানোর চেয়ে হারিয়ে যেতেই ভালো লাগে।
১৮ জুন ২৪