কোন ঘাটে ফুটে আছে লাল পদ্ম?

মধুবন লুটে নিক কালো ভ্রমর

প্রেম পারিজাত অঙ্গ রসে ভিজে ভিজে
পাখি হয়ে বসে থাকে গোপন ঘরে

আমার না দেখা মেঘ পোয়াতি হয়েও
অস্থির, কেবল লোভের তাড়নায় মরে যাচ্ছে
সর্বাঙ্গের লোভী পিঁপড়া


আমার ছুরিতে কাটবে বলে সাত জনমের
জোৎস্না মাখছে নিশী জাগা ফুল


সুখের লোভ নয় লোভ সাম্রাজ্যের।



১০ জুল ২০২৩