এক নেশাখোর এক পাগলের সাথে
এক‌ই ঘরে থাকে, পাগলের পাগলামি দেখে
নেশাখোর হাসে, নেশাখোরের মাতলামি দেখে
পাগল হাসে,
জাতে মাতাল বা পাগল হলেও আহার নিদ্রা
হাসি কান্না এক‌ই রকম, দুজনের ভালোবাসাবাসিও
একজোড়া পাখির মতোন, অথবা একজোড়া পশুর মতোন।
ধুলো বালি ছাই এদের আলাদা নেই, নেই মানুষে মানুষ ভেদ
পাগল মাতাল মারামারি করে, আবার একজনের খাবার ভাগ করে খায়
পাগলের পাগলামি দেখে
নেশাখোর হাসে, নেশাখোরের মাতলামি দেখে
পাগল হাসে।
এদের অভিশাপের সঞ্জয় নেই, নেই অভিযোগের ঋণ, নেই হিংসার ডিপোজিট নেই লাক্সারির স্কিম, এদের চিন্তায় খুন নেই
নেই প্রতিযোগিতার ঘুন, এদের আছে লোভ কেবল
আহারের আর ভালোবাসার।
এক নেশাখোর এক পাগলের সাথে
এক‌ই ঘরে থাকে, পাগলের পাগলামি দেখে
নেশাখোর হাসে, নেশাখোরের মাতলামি দেখে
পাগল হাসে।



০৭ মে  ২০২৪