ডাস্টবিনকে আড়াল করা হচ্ছে বুদ্ধ মূর্তি
জল ফুল পাতা নৈবেদ্যের আড়ালে।
ঢেকে ফেলা হচ্ছে লাশ, মানুষের মগজ পঁচে যাচ্ছে, হৃৎপিণ্ডে চাষ করছে লোভের মাগুর।
ফুল আর হাসছে না, ধর্ষিত শিশুর দিকে
তাকাতে শুকিয়ে যাচ্ছে পৃথিবীর রোদ।
পূজার ঘরে খুঁজে দেখো জমা হচ্ছে কনডোমের খোসা, মৃত আত্মার চিৎকারের মতো মূখ হয়ে যাচ্ছে ঈশ্বর।


১৩ মার্চ ২০২৫