গ্রীস্ম মন্ডলীয় অনুতাপ ভালোবাসায় বিনস্ত হোক
বসন্ত তাপ আদ্রতা যেমন ফুল ফোটায়, ফুলের বুকে আনন্দ উপখ্যান রচনা করে, তেমনি বহমান হোক মানুষের হৃদয়ে আনন্দময় পুঁথি।
অসুখের সাথে বৈরিতা নয়, সুখ অসুখের মিলনে বাড়তে থাকুক হৃদয় মৃত্তিকায় প্রেমের
কিশলয়, হোক রোদ্দুর আলোর হিল্লোলে ছেয়ে যাক অনুর্বর উষরতা। সব প্রেমই জুড়ে
দেয় হৃদয়ে হৃদয় মুক্ত ঘুড়ির সুতো, বাড়তে থাকে ওড়ার আনন্দ।
আনন্দধারার মতো যে বসন্ত বাতাস প্রকৃতির অঙ্গে অঙ্গে মিলনের কীর্তন করে, সে আনন্দ
মানুষের হোক, উদাত্ত বুকে পাখির মতো বাসা বাঁধুক বন্ধুত্বের মায়া, আলো হোক আর আঁধার প্রেমময় হয়ে উঠুক হৃদয়ের মন্দির।

মার্চ ২০, ২০২৪