বেড়ে যায় অনাবাদি বিষাক্ত চুম্বন
সে আমার ভালোবাসার ধন তামাকের আগুন
বুক পেতেছি আহত আমি
কে আসবে আসো যারা বসন্তের খুনি।।
আলেয়ার মায়া চারিধার ঘনায়
মুক্তির আশায় ভালোবাসি যারে
সে আমারে বাঁধে পরাণে, পীড়ণে পীড়ণে
পুড়ে যায়, প্রেমের গুঞ্জনে।
প্রেমের ফুল উৎসবে আমি উহ্য থাকি
গন্ধ ভালোবেসে জড়াতে আসে
দখিনা বাতাসে ভেসে, সে কি চুম্বন
অনাবৃত অসুখ ঘুমিয়ে পড়ে,
সুখের আদলে।
স্বর্গের সুখ ধূর্ছাই, বুঝি যা তার বেশি
ছুঁয়ে যায় আনন্দ বাঁশি, এ পরাণে বসনে।
প্রেমের সে তরী, বায় যে ঈশ্বরী,
আমি ভাসি তার জলে,
বিনিময়ে আজন্ম এ পড়াণ জ্বলে।