হাওয়াই ফানুস উড়ে যাচ্ছে আকাশে
আচমকা অচেনা হয়ে যেতে দেখে ভালোই
লাগে, নতুন আমার মুখ।

চরম আয়নাবাজী, কল্পনার স্কাল্চারে নিজেকে
বসিয়ে দিই, পৌরাণিক যুগের কস্টিউমে
নিজের রেপ্লিকেশন, এটিচুড সহ।
যা পাই তা অসীম, কল্পনার পোয়াতিকে
দিয়েছো সঙ্গম। নতুন পাতার মতো বসন্ত
এসে কড়া নাড়ে জানালায়,
সে এক সুখের জোৎস্না স্নান।

ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর তুমি ছাড়া অবশিষ্ট।
আনন্দ আশ্রমে প্রেমের সংগীত, সব প্রেম হয়ে যায়। কিশোরী ফুলের মায়ায়
কুয়াশার সাঁতার, শিশির সঙ্গমে ঘুমিয়ে পড়ে। সঙ্গম সমাপনে সূর্যোদয় হয়, রাঙা রোদ ফোটার ঠিক আগের সকাল,
কুসুম আলোর সুখ।


১৭ মার্চ ২০২৫