আমি বার বার থমকে যাই গাছের কাছে
গাছকে ঘিরে যত গান যত উৎসব
মিথ্যে যত পূজা পার্বন, এ সবই খুব তুচ্ছ লাগে
ভালোবাসার আদিখ্যেতায় হেরে যাই কেবল
গাছের কাছে।
যত বলি মহানুভবতা বা মানবতা তার চেয়ে মহান দেখি এই লতাপাতা,
যত বড়াই রক্ত মাংসে সবই তুচ্ছ দেখি বৃক্ষের কাছে।
সবাই বলে বৃক্ষের কাছে জীবনের অনেক ঋণ আছে
আসলে তারা ভুল বলে এই বৃক্ষই মূলে আমাদের জীবন দিছে।
২৬ ০৪.২৪