চোখের তারায় মায়াময় বিষের থেকে ঢের ভালো
অদৃশ্যের আহ্লাদ। বৃথা যাক হরিনীর প্রেম,
প্রেমের যুদ্ধে বিজয়ীদের বিপক্ষে যায় আদালত
এই অর্থহীন আয়না মুখোমুখি চুম্বকত্ব খুঁজে বেড়ায়
নিজ শরীরে, চারিদিকে বাড়তে থাকে আলোর অভাব।
আঁধার বন্দী করে মুখোশে এঁকে নিচ্ছি ছদ্মবেশ, প্রেমের
পীড়নে স্বপ্নের বুকে বেঁধে নিচ্ছি পাথরের পাহাড়।
সঙ্গহীন বোহেমিয়ান অসুখে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অযাচিত
বিজলী কেবল মিথ্যা হাসিমুখ দেখায়, দেহে প্রকৃতির
বৈরিতার চিহ্নে খুঁজে বেড়াচ্ছি মৌসুমী দুর্যোগের ক্ষত।
সময় শেকল হয়ে যায়, বেঁধে ফেলে অনুরাগ অভিমান
বাতিঘরের মতো নিসঙ্গ হতে হতে দূরের আলোকে অসুখ
মনে হয়। আপন পরানে ক্ষুধা তৃষ্ণার ছবি ঝাপসা হয়ে যায়
বুকে জিহ্বায় জমিয়ে রাখছি বিষাদের পরিযায়ী গরল, এই
মিথ্যে আলোর উৎসব খুন হোক, নামুক আনন্দ আঁধার ।
০৩ জুলাই ২০২৪