আমার কেউ নেই এমন এক আধো অন্ধকার
চারিদিকে জৈব অজৈব শব্দ।
নিঃসঙ্গতার নিঃশব্দে অদৃশ্য হওয়ার জন্য
আলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি।
অলো তরঙ্গ অস্থায়ী, প্রেমের জাল বুনে
লুকিয়ে পড়ে ছলনার গুহায়।
অবোধ্য থাক জীবনের সংজ্ঞা, রংবেরঙে গড়াতে থাক সময়ের নুড়ি।
জীবনানন্দের মাটিতে অসুখের বীজ বুনে গুনতে থাকি জীবনের ফসল।
ডুব ডুব খেলায় তবুও কাটেনা ডোবার ভয়
ডোবার লোভেই নিঃসঙ্গ হচ্ছি অস্ত্রহীন বস্ত্রহীন অনাত্মীয় দেহহীন আদিম আমি।
১১ জুন ২০২৪