শ্মশানের মতো নির্জন দীনতা নিয়ে বসে থাকে যে শামুক
তার চেয়েও নির্জন আমার অসুখ।
দুঃখবোধ আর প্রেম মিলে আমার যে জীবন, তাতে রোদ
জল কেবল পালনের বাহানায় ছুঁয়ে যায় প্রাণ।

কার সাথে কার ঘর পাতবো এ অংক কসতে থাকে সময়,
ঘরপাতাটা বুঝি না বলে, যৌন শিল্প'র মতো
স্পষ্ট সাধনায় নেই সংসার, শরীরের ঘরে কেউ আসুক
এটা আরাধ্য হতে পারে, কিন্তু শরীরের বাইরে
আমার নিজস্ব একান্ত কোন চাওয়া নেই।

প্রেমে খুন হতে হয় এর চেয়ে ঢের সত্যি নেই, তবুও আঁধারের
ঋণ রেখে আলোর নদী সাঁতরাতে কার না ভালো লাগে।



১২ মে ২০২৪