ঘুমের মধ্যে নিজের গলায় নিজে ছুরি ধরে
শাসাচ্ছি। পাগলের পাগলামির লাগাম ছিঁড়ে যাচ্ছে
দৌড় দৌড় খেলা আর ভালো লাগছে না
পথ‌ও ফুরিয়ে আসছে। গুটিয়ে যাচ্ছে রোদ
এখন প্রেমের অধঃক্ষেপে জমা দেখি ছলনা আর অভিশাপ।
নিজেকে খুন করার বাসনা পুষতে পুষতে ভালোবেসে ফেলছি অন্তরের সাপ,
সে সাপ স্বপ্নে ছুরি হয়ে যায়।
ঘুমের মধ্যে নিজের গলায় ছুরি দেখে পালাতে চাই, বাঁচতে চাই, দৌড়াতে চাই
কিন্তু পারি না, কোথায় পালাব!

আপন হাতের ছুরিতেই না হয় খুন হবো, এটাই নিয়তি।




০৯ জুন ২০২৪