একটু ছায়া দাও, তপ্ত রোদে পুড়ে বিরান
হয়ে যাচ্ছে নদী, অভিশাপের জলে জীবন
ভাসিয়ে যে প্রেম রচনা করছে প্রকৃতি তার
ভেতরে শুধু পুষে যাচ্ছি লোভ আর ক্ষোভ।

অনাবাদি জমিতে কষ্টে জন্মেছিলাম সাধের
নাকফুল, সোহাগের অভাবে সে ফুলে হারিয়ে
গেছে আনন্দ, আজন্ম স্বপ্নের চারাগাছে শুধু অযাচিত অসুখ, সান্তনায় কেবল ইশ্বর আঁকি।

ভ্রমন বৃত্যান্তে মাছ খেকো সাপ গোপনে আদুরে
অতিথি হয়ে সঙ্গী হয় রাতভর, কৃষ্ণচাঁদ ফাঁদ
হয়ে মরে থাকে আমার চিতায়, শুয়ে থাকে যেন আপন আত্মীয়ের শোকে কাতর প্রাণ।

হয় হোক পথ ভুলের অসুখ, মিথ্যে বাঁশির সুর হোক, হোক আলেয়ার প্রেম, ভয়ার্ত উষ্ণতা নিয়ে হেঁটে যাবো পৃথিবীর চেনা আলোর পথে, নিঃশর্ত মেনে নেব অবক্ষয়ের চূড়ান্ত নিলাম ।




©️ঋষভ চার্বাক

০১ মে ২০২৪