ফুটে থাক লাল পদ্ম
সূর্য মুখী হেসে যাক
দেহে তার সূর্য আসে
মৃদঙ্গ বাজে ময়ূর নাচে
আনন্দ ঘন বর্ষা মাঝে।

রবং তুমি প্রজাপতি ফুল
ঋতুর হিল্লোলে হাসে সুখের পুতুল
সোনার রোদ্দুরের আলোতে
লাল হয়ে ওঠে তোমার উষ্ণ মুকুল।

নদী এঁকে দেই দেহের কিনারে
ঢেউ ঢেউ স্রোত ভাঙে দুধারে
উতলা অসুখ মরে আর মারে
প্রহরে প্রহরে তোমার পীড়ন।


২০ জুন ২০২৪