সমাধানের সূত্র খুঁজতে যদি খুনি হতে হয়, তাহলে কার পক্ষে যাবে তুমি আলো না আঁধারের।
এক পাল্লায় ফল রেখে অন্য পাল্লায় ফুল দিয়ে
ওজন করো তোমার কিসের লোভ।
দৃষ্টান্তের ব্যাখ্যায় ভুল আছে, মিথ্যে মিথ্যে
যোগ হয়ে সত্যি ঢাকা পড়ে যাচ্ছে,
সত্যির ফাঁসি হয়ে যাচ্ছে, মিথ্যে দেখানোর
সুযোগ পাচ্ছে না।
ভুল ভাঙার যে টাইম লাইন দেয়া হয়েছে তাতে
নাটক‌ই শেষ হয়ে যাচ্ছে। যারা অভিনয় করবে
বলে নাম লিখিয়েছিল তারা মহড়া করে করেই শেষ।
অপেক্ষার পুকুরে জলছবি ভাসবে ভাসবে চোখ
আটকে রাখছি জলে, ঢেউ কেবল ভেঙে দেয়
সময়ের মায়া।


১৭ মার্চ ২০২৪