রং তামাশা র কারসাজিতে কে জিতে আর কে হারে
কেউ দেখায় বন্দুকের যাদু, কেউ দেখায় শাপ খেলা, কেউ দেখায় ব্যালটের খেল, কার‌ও হাতে এ আই পেয়ালা।

চুক্তি চুক্তি শত্রুতায় মানুষ থাকে মানুষ খেকো ভনিতায়, কার‌ও মুখে আলো দেখে আনন্দে যখন সামিল হয়, আলোর নেশা কেটে গেলে  দেখি  আলোক ফাঁদে বন্দি রয়।

এখন বাঁচতে গেলে মুখোশ পড়ে, বেচতে গেলে মুখোশ পড়ে, মুখোশ ঘরে, মুখোশ বাইরে, মুখোশ বিশ্বময়, সব চেয়ে শক্ত মুখোশ লাগিয়ে রাখছে মানুষ তার অন্তর আত্মায়।

আয়নার কারসাজিতে সবাই নিজের প্রেমে মাতোয়ারা, অতীন্দ্রিয় লোভে লোভে মানুষ এখন
দিশেহারা ,
চারিদিকে আলো জ্বেলে নিজের মধ্যে আঁধার জমায়, সুখ স্বাচ্ছন্দ্য কেনার নামে জীবনটাকে মর্গেজ দেয়।




১৪ মে ২০২৫