হেমলকের নেশা কি নেশা বলো রে সক্রেটিস
আমিতো কোনো শরাবে পাইনা ছুঁতে তার অন্তিম দৃশ্য।
আগে শরাবরে ভাবতাম নেশার রাণী এখন দেখি
শরাব কিছু না নেশার প্রেমিকা মূলে মামুন সাকি ।
(শরাব পিনা সিখাদিয়া)।

আমি অদৃশ্য বায়ুর মতো, আমার প্রেম থেকে যায়, আমি নেই, যদিও
এই বায়ুর কাছে আমার অস্তিত্ত্বের অন্তিম ঋণ, মহাশূন্যের তারার মতো।
আমি ভয়ে ভয়ে বাঁচি, প্রেমে পড়বো এতেও ভয়, নিশ্চুপ পাথরের অন্তর খুঁজি, অন্তর পাই না, দেখি সর্বাঙ্গে জলের তৃষ্ণা।




০৯ মে ২০২৪