মনের মধ্যে হতাশার বুদবুদ জন্মাই, বড় করি
বুদবুদে আল্পনা আঁকি, রঙ মাখি, আবার ফানুস বানিয়ে ওড়াতে থাকি স্মৃতির আকাশে।
মাথার ভিতর এক বিষন্নতার বোঝা বয়ে
বেড়াই জীবনভর, ঋনী গৃহস্থের মতো, জন্ম যন্ত্রনার মতো
যেন অসুখের দেনা নিয়ে চলে জীবনের ভ্রম।

সরিয়ে রাখছি শরীর, জিহবার স্বাদ, মনের ডানা, সরিয়ে রাখছি ইচ্ছে আকাশ, সরিয়ে
রাখছি পারিজাত প্রেম। তবুও বায়ুর খাঁচা
ভরে যাচ্ছে দূষিত বাতাসে, অযাচিত কার্বন আর মিথ্যে ভয়ে।

আত্মার ত্রাসে জমা হতে থাকে অস্থায়ী
শোক আর কামনার অশরীরী কায়া। আলোর
দৌড়ে পিছিয়ে যাচ্ছে সময়। যারা আলো ভালোবেসে নিভিয়ে দিচ্ছেন আঁধার, তাদের
আঁধারের সাথে প্রেম হোক। সময় প্রেম গুনে গুনে অদৃশ্য হয়ে যায়।


২১ মে ২০২৪