তুমি জলাধার হ‌ও
আমি সাঁতার শিখবো
তোমার বেনুর জলে।
তুমি সুখ সুরের বেহালা হ‌ও
আমি বেহালার ধনুক হবো
শরীরের জল তরঙ্গ সুর তুলবে
শতবর্ষী ঝর্ণার মতো।

হে আলোক নন্দিনী
স্বর্গের পদ্ম হ‌ও
আমি মুগ্ধ ভ্রমর হয়ে রঙীন আনন্দে
ছুঁয়ে দেবো তোমার গোপন গোলাপ।  

তুমি বুদ্ধ জোৎস্নায় উতলা হ‌ও
আমি ধ্যান ভেঙ্গে প্রেমিক হবো,
চোখের সঙ্গমের নেশায় মাতাল হবো
হৃদ আধার রাঙিয়ে দেবো
প্রনয়ের আলো দিয়ে,
রঙ দিয়ে সাজিয়ে দেবো
তোমার কৃষ্ণ নীলিমা দুয়ার।



১৯ জুন ২০২৪