ধরুন মানুষ একটি ঘূর্ণায়মান ঘুড়ি
ঘুড়িটির নাটাইয়ে অদৃশ্য ঈশ্বরের কালোহাত।

ঘুড়িটি অনেক সুতোর বন্ধনে আকাশ খোঁজে,
উড়তে চায় দিগন্ত পেড়িয়ে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে ডানা মেলে
অচেনা অসীমে।

উদ্ভ্রান্ত ওড়া উড়িতে অজান্তেই জড়িয়ে ফেলে
দূষিত বাতাস
বৃদ্ধ বৃক্ষ
কালো মেঘ
সাদা আলো।

এক সময় সব সুতো ছিঁড়ে ছিঁড়ে
                               ছিঁড়ে ছিঁড়ে
বোহিমিয়ান রোদ্দূরে লুকিয়ে নেয়
                        দৃশ্যমান আকার।



১৯.১২.২১