অপেক্ষার প্রহর ছাড়া আনন্দের কী আছে জীবনে,
প্রতি ক্ষণ পতীক্ষায় অদৃশ্য কায়ার অবক্ষয়। স্বপ্নের মুকুলে
সুখের রঙীন আভরন আর আনন্দের বর্ণীল আল্পনা।

অপেক্ষায় তীরে জীবনের যে নদী, সময়ের অবয়বে
যে প্রেম, যে পাওয়া সব‌ই ছুয়ে দিয়ে ভাসিয়ে দেই সে জলে
এবং প্রতীক্ষার পূজায় তুলি নতুন ফুল।

হাতছানি দেয় মৃত্যুর মতো পরম প্রাপ্তি, গহীনে সমাধীস্থ শোকের জিকির
আর চেতনার জানালা জুড়ে অচেনা ছায়ার আবির্ভাব।

এই প্রতিক্ষার আয়নায় মুগ্ধ থেকে ডুবে যাই শূন্যের বন্দনায়
মুক্তির সমস্ত দরজায় বসিয়ে রাখছি রক্ষীর মতো চেনা সুখের নামে
অচেনা দুঃখ ও পুষ্প ফোঁটার মতো সঙ্গমের স্বাদ।



০৫ জুন ২০২৪