প্যারালাল এখন কয়েকটা খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হচ্ছে বিয়ে, রোড অ্যাকসিডেন্ট, আমি
চলমান টেলিভিশন।
ছুঁড়ে ফেলা স্মৃতির ডাস্টবিনে তেলাপোকার
বিচরণ থেকে জীবনের সংজ্ঞা খুঁজে ফিরি
অন্ধকার বন্দীশালায়।
রাজহাঁসের ঝাঁকের মতো যে আনন্দ, কল্পনার পুকুর জুড়ে, তা চিৎকার হয়ে ফিরে আসে
দিন শেষের বারান্দায়।
আনন্দগান নিজের থাকেনা, পরজীবী সুখভোগী হয়ে যে জীবন তাতে নির্ভর করতে হয়
পূর্ণিমা অমাবস্যার উপলক্ষ্য।
যান্ত্রিক ভালোবাসায় সঁপে দিতে হয় শরীর- আত্মার অনেকটা অংশ, নিজেকে যন্ত্র না
ভাবলে মিলে না মুডসুইঙের ফসল।