সঙ্গমের ভিক্ষায় ভিখারিনী হ‌ই, মোহ যোনির ক্ষুধায় কাতর ঈশ্বর আত্মার নদী
অঙ্গুরীর অন্তর গোপনে লিখে রাখে মৈথুনের স্রোত। ঢেউ ঢেউ আতঙ্কে ছলাৎ ছলাৎ প্রেম
উপচে ওঠে, নেমে যায়। অথচ ভাঙা পাড় ভেতরে পুষতে থাকে জলের সাতার!

হে সংসার কি অভাব পেতোছো বাতাসের হাপরে, আগুন নেই কয়লা নেই কেবল জল
বাতাসে পুড়ে যায় এই হার মাংসের খাঁচা, রোদ রোদ খেলায় হেরে যায় বৃষ্টি তুমুল, আগুন মুখো জলাধারে উৎলে ওঠে ঋতুর প্লাবন, শামুক সাম্রাজ্যে  হেঁটে বেড়ায় মাংসাশী সাপ।

ভ্রমন ভ্রমন বিনয় নিয়ে যত‌ই মিথ্যে হেঁটে বেড়াই পথ কেবল বাড়তে থাকে, মৌসুমী ওয়েদারে রোদ বৃষ্টি যাই আসুক পুষ্প পূজার বেলকনিতে ব্রার মতো ঝুলে থাকি। রোদে হাসি জলে ভাসি
ঝোড়ো হাওয়ায় তুমুল ভয়, ভেতরে ভেতরে জীবন কেবল ঋতুর গড়ন ঋতুর ক্ষয়।




০৯ মে ২০২৪