বুকের মধ্যে ছোট্ট এক গোরস্থান আছে, ওয়াইট লাইট নিশ্চল আলো হয়ে ওয়েট করছে যেন কেউ আসবে।
মাঝে মাঝে যখন জৈষ্ঠ্যের জোৎস্না খুন হয় তখন দেখে হাসতে থাকে উতলা বাতাস।
অতীতের মতো ভয় এসে ভেঙে দেয় বৃক্ষের ধ্যান, ভৌত দৃশ্যায়নে সবাই ভুলে থাকে কার কী জীবন।
আমার বুকের গোরস্থানে একে একে জমা হয় কার‌ও ঠোঁট কার‌ও নাভি কার‌ও গ্রীবা কার‌ও যোনি কার‌ও স্তন, আমি ধীরে ধীরে হয়ে যাচ্ছি স্মৃতির ডাস্টবিন।
দিন রাতের ফটোগ্রাফে রুটিনের নৈমিত্তিক জীববিজ্ঞান। আলো আঁধারের কুয়াশায় হারিয়ে যায় জীবন ফুলের গন্ধ, আরও অন্ধকার ঘনিয়ে এলে সে গোরস্থানে আমি খুঁজতে থাকি আমার কফিন।


১৫ জুন ২০২৪