আমরা আমাদের মৃত্যুকে বিশ্বাস করিনা, ভ্রমন বৃত্তান্তে লিখে রাখছি মিথ্যে। চোখের আলোর মাঝে কুয়াশা ঢেলে দিয়ে লুকিয়ে ফেলছি যৌনাঙ্গের মতো অযাচিত অসুখ।আমরা রক্ত মাংস ভুলে হয়ে যাচ্ছি ভার্চুয়াল ছায়া আর যন্ত্রের গায়ে সেঁটে দিচ্ছি মানুষ নামক সাইনবোর্ড ।


আমাদের জীবনে বিশ্রাম নেই, শ্বাসপ্রশ্বাসের মতো অবিরাম চলছে সভ্যতার হ্যামার আর মিথ্যে শান্তনার ট্রেন। জীবনের মাঝে অবিরাম চলছে পানাহার জুয়া খুন ধর্ষণ আহাজারি। যেন এ এক  প্রাচীন নেশার আসর; কার‌ও খেলার নেশা, কারও প্রভুত্বের নেশা আবার কেউ অসুখের নেশায় মাতাল।




২৪ মে ২৪