রাস্তা বাঁকিয়ে নেই কোনো এক অন্ধকার গলির দিকে, যেখানে মানুষ অতীতের লাঙ্গল হাতে চষে বেড়াচ্ছে ভাগ্যের মুড়ি ফসল। সভ্যতার জালে নিজেকে বাঁধতে বাঁধতে আটকা পড়ে যাচ্ছে মৃত মাকড়সার মতো।
কিছু মানুষ নিজেকে ভুলতে ভুলতে জোনাকির মতো আলো জ্বেলে ভুলে যাচ্ছে আঁধার।
আঙুল টিপে টিপে এগিয়ে যাচ্ছি ওয়াটসএপের চলন্ত সিঁড়ি, শেষ পর্দায় আঁকা দেখি বিষন্নতার ইমোজি। কতগুলো ফুল প্রজাপতি উড়িয়ে দেই, ছড়িয়ে দেই মেঘ বৃষ্টির ঝড়, কাটেনা মেঘলা অসুখ।
নিশ্চুপ নদী দেখে নিজেকে শাসিয়ে নেই। এই বিষাদ একদিন থাকবে না, শুধু রং ঢেলে দাও ভার্জিন ক্যানভাসে, ভিজুক জলে, ফুটে উঠুক মেঘের ফাঁকে রোদ, আর ফুটুক ভেজা ক্যানভাসের কাঁদায় কামাতুর ফুল।
০৫ জুল ২০২৪