কুরালের অভাবে বাড়তে দিচ্ছি বিষবৃক্ষ, তরবারি উচিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তরবারির সুনাম!
চোখ বেঁধে দিয়ে গুনগান শুনাচ্ছে আলোর।

ধর্মের মশাল দিয়ে পুড়িয়ে দিচ্ছে সভ্যতা, স্বর্গ
নরকের লোভ ভয়ের বার্গারে রোস্টেড হচ্ছে মানুষ অথচ কেউ জানেই না সে প্রকৃতির কাকতাল।

অক্ষমতার দোষ নেই, দোষ অদৃষ্টের, দোষ সময়ের, দোষ আবহাওয়ার, দোষ রক্তের, দোষ প্রিম্যাচিউর ইজাকুলেসনের,  অথবা
দোষ ঈশ্বরের।

পৃথিবী জুড়ে শুধু নষ্টের কীর্তন, তরবারি উচিয়ে আছে উন্মাদ, মানুষ বলতে যাদের চিনি, তাদের ভেতরে ভেতরে শ্রেষ্ঠ পশুত্বের লড়াই।



১৩ এপ্রিল ২৫