ভেঙে যেতে যেতে আয়না আর আয়না থাকে না, মানুষ‌ও ভাঙতে ভাঙতে এক সময় হয়ে যায় জঞ্জাল।
আকাশ আছে বলেই মানুষ শখ করে ঘুরি হতে চায়, সুতায় বাঁধতে উড়তে শুরু করে, এরপর আর মুক্তি মেলে না।
সদ্য বিবাহিত নারী নিরুদ্দেশের পালকিতে যেতে যেতে পুড়তে থাকে মায়ার কয়লায়, ক্রমশ ছেড়ে যেতে থাকে নিজেকে।
যাকে পথ বলছি সেটা আসলে পথ না, পথ বলে কিছু হয় না, আমাদের গন্তব্য বলে কিছু নেই, পৃথিবীর শুধু ঘোরাই নিয়তি।



০৬ জুল ২০২৩