একটা অজ্ঞাত লাশ
কার‌ও কিছু এসে যায় না
মুখ চেনা না হলে কার‌ও কিছু
এসে যায় না।

মানুষটা মরে গেলো
লাশটা অজ্ঞাত(পাওয়া যাচ্ছে না)
চেনা মুখ অচেনা হয়ে যাচ্ছে
কার‌ও কিছু