কামনার আগুন জ্বলতে থাকুক, তার চরিত্র রচিত হোক পবিত্র শিল্পে প্রেমের নাম করে। ফুলগুলো পাশ কাটিয়ে যেতে মায়া হয়,
অভিমান একটা অসুখের নাম। অসুখ সেরে গেলে আবার বুকে জড়িয়ে ধরবে
সে আমার প্রেমের কসম।
ফুলে বসন্ত বরণ , হিমের বিদায়-  শেষ বার ভিজিয়ে নাও অভিমান অভিযোগ, শূন্য বুকে সুখের মরন, ডুবে থাকুক প্রেম।
জোৎস্না এলে তুমি না শুধু, সব ফুলের‌ই উৎসব, প্রেমের পূজায় আনন্দের কীর্তন, প্রজাপতির সুখ।
বুকের বসন্ত বাতাস সে সুখটুকু বয়ে বেড়াব আজীবন, সে বাতাসে সাঁতরায় কলরব, কত না নাবলা কথা।