এই বরষায় আনন্দগুলো কাগজের নৌকা হয়ে যায়
বর্নীল বিষাদগুলো রংধনু হতে রোদ খুঁজে ফেরে মেঘের কোলে
রিমঝিম নুপুর বুকে পৃথিবী একা হতে হতে
পর করে ফেলে প্রকৃতির মায়া।
তবুও ফুল বৃষ্টি পেয়ে হেসে ওঠে, উঠোন রোদের অপেক্ষায় থাকে, পাখিদের ভেজা ডানায় জমিয়ে রাখে নীল আকাশের স্বপ্ন
এবং ভিজে ভিজে ডুবে যেতে থাকে নৌকা
জলজ জীবন হয়ে মিশে যেতে থাকে
এক অচেনা পৃথিবীর মায়াজালে, ভুলে যেতে
থাকে ভেসে যাওয়ার সুখ।
০৪ জুল ২০২৪