ফুলেরা সমাবেশে বসছে, তারা আর ফুটতে
পারছে না, মেঘেরা বন্দী তারা ছুটতে পারছে না, ঈশ্বর ঈশ্বর করবে পৃথিবীতে আর মানুষ নেই।
ফুলেরা সিদ্ধান্ত নিল না ফুটেই কিভাবে সুবাস ছড়ানো যায় এরুপ কোনো টেকনোলজি আবিষ্কার করবে।
ওদিকে মেঘের সাথে প্রেম ছিল হাওয়ার, তাদের ছলাকলায় কত ঝড় কত বৃষ্টি, এরপর
উষ্ণতার সাথে সন্ধিতে নির্বাসনে যায় হাওয়া।
মেঘের শুরু হয় বন্দী জীবন, বন্ধ্যাত্ব ঘুচাতে না পেরে বিজলীর মতো মিথ্যে হাসে, এও এখন রুটিন।
পৃথিবীর ঘূর্ণনগতি আরও স্লো হয়ে যায়, চাঁদ পৃথিবীর প্রেম টেকে না, জল শুকিয়ে যায় যৌনাঙ্গের মতো সমস্ত জলাধারের।
জলহীন পৃথিবীর জীবনধারাতেও অসুখ নেই পৃথিবীর। এখানেও উৎসব হয় মেলা হয় বাজি ফোটে আছে সংঘর্ষ সঙ্গম।
বাৎসরিক বৃক্ষ মেলা হচ্ছে, সিনথেটিক বৃক্ষমেলায় আল্ট্রা নিউট্রিশন যুক্ত
রাবারের ফল পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে চুম্বকীয় পাতা, সোলার প্যানেল যুক্ত শাখা,
কিছু কিছু ক্ষেত্রে উপহার হিসেবে পাওয়া যাবে গাছের সেনিটারি প্যাড।





জুন, ০৭, ২০২৪