নিজের কাছে ফিরতে হয় বলে ঘরহীন শরীরহীন আমিত্ব গড়ে তুলি শূন্যতার বৃত্তে
ভাঙন ভাঙন বলে যে শব্দ তার চারদিকে
মিথ্যে চিৎকার, আকাশে আকাশে বর্নীল বাজি, রঙীন ফানুস আর ঘরে জ্বলছে মৃত্যু দিনের মোম।


নদীর মতো বয়ে যেতে ভেঙ্গে যেতে হয় ঘর বাড়ি সংসার, বহমান স্রোতে ভেসে যায় অলকানন্দা, ব্যক্তিগত রুমালে, মুছে যায় চেনা হাতের আলপনা, সানাই সিঁদূর কেবল ভাঙনের চিহ্ন বয়ে বেড়ায়।