ঘরের সব আলো নিভিয়ে ঘর ভর্তি
মোমবাতি জ্বালিয়ে দিলাম আর তখনই
বেড়ে গেলো আলোর দাম,
একটা একটা মোম নিভে যেতে থাকে
আর আলোর দাম বাড়তে থাকে, সেই সাথে
বাড়তে থাকে আলোর পূজা, বাড়তে থাকে
প্রশস্তি কীর্তন, আলোর প্রেমও বেড়ে যায়
আর একে একে নিভে যেতে থাকে মোম।
আঁধারের সাথে প্রেম ছিল একদিন, ভুলে গেছি যদিও
আঁধার জলের মতো ডুবিয়ে দেয়, ভুলিয়ে দেয়
জমানো যন্ত্রনা, অযাচিত উষ্ণতা, তবুও আলোর
প্রস্থান আমাকে আতঙ্কিত করে।
আলোরা নিভে যেতে থাকে, সব আলো নিভে গেলে আলোহীন বাঁচা যায়, এই আলেয়ায় বেঁচে থাকে মানুষ। যদিও জন্মান্ধের ভয় নেই, আলো হোক আর আলেয়া। যে আঁকড়ে ধরে তার সাথে প্রেম হয় না, এ প্রবাদ মিথ্যে না হলেও ভালোবাসায় আঁকড়ে থাকতে হয়, নইলে চলে যায় তেমন, যেমন দেহ থেকে চলে যায় প্রাণ।