সোনার পয়সায় রোদের ঝিলিক ও রাতজাগা
দুঃস্বপ্ন ম্যাজিক কয়েলে পুড়তে থাকে,  
ভাবনার ক্ষেতে ফুটতে থাকে যামিনী কামিনী ফুল, হঠাৎ স্বপ্নের সিঁড়ি ভেঙে যায়। তখন আমার অসুখকে শুইয়ে রেখে, আমি হেঁটে বেড়াই পুকুর পাড়, ধান ক্ষেত, ফুল বাগান, অচেনা
গলিপথ আর নিজের ভেতর।

ব‌ই মেলা, যুদ্ধ কিংবা বসন্ত উৎসব, অথবা ষোড়‌ষী প্রেমিকার চুম্বনের লোভ কোন কিছুই আমাকে টানে না। ঋতুর প্রেমে গাঢ় হয়ে হয়ে যাচ্ছে অবসিত ছায়া, শুধু যন্ত্রনাটুকু সংসারের মতো
টিকে থাকে পঞ্চ ইন্দ্রিয়ের কোঠরে। প্রেমিকার মতো পাল্টে যায় ঋতু, যার সাথে সঙ্গম সে শুধু ফোকাসে থাকে বাকি সব ব্লার হয়ে যায়।

সব প্রেম, সব সুখ বন্দীত্বের শেকল নিয়ে ঘুরে বেড়ায় ঠিক‌ই। কিন্তু আত্মদ্বন্দ্ব বন্ধন ও মুক্তির
দোলাচলে  দ্বিধান্বিত থেকে জয়গান করে প্রেমের। প্রেমের সুখাসুখে তৃপ্ত থেকে দেখতে থাকে আলো আঁধারের ছায়াছবি, যদিও জীবন সমান অতৃপ্তির বিজ্ঞাপন।  আমি এই রূপনগরের বন্দীত্বের আঁধারে হারাতে হারাতে খুঁজতে থাকি মুক্তির মায়াবী তাবিজ।





২৩ মে ২০২৪