নৌকা ভাসিয়ে দিয়েছি শূন্যে অদৃশ্যে, ঢেউয়ে ঢেউয়ে দুলতে থাকে নশ্বর নৌকা, দোলায় দোলায় ভেসে যায় ঘর গেরস্থালী আপন পর ,
সুখের মৌলবাদে হারিয়ে যেতে থাকে বাঁধন,
ভেসে যায় মৈথুনের জায়নামাজ, যাক ভেসে
আমার সব আরাধ্য অসুখ।
শূন্যের চুম্বনে মুগ্ধ জীবনের জল, কায়াহীন আদরে আদরে বায়ুর নৌকায় হাসে মরণ সুখ, আলোর অলৌকিক আনন্দে ভুলে যেতে থাকে আকারহীন আমিত্ব, চেনা দিগন্তের পরিধি
মুক্ত হয়ে যায়, উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয় অচেনা সুখ।
মাংসাসি ক্ষুধা আগুনের উত্তাপে ঝলসে যেতে থাকে
নরম নরম আগুন আহ্বান করে আজাদ প্রেম, মোমের মতো আগুন ভালোবেসে গলে
যেতে থাকে জল কাঁদার শরীর, জল-আগুনে
পুড়তে থাকুক দেহ, এই পীড়নই ভালোলাগে,
দেহবিনে আত্মার আলাদা সুখ নেই।
১৭ এপ্রিল ২০২৫