পর্ব- ১
সিঁড়ি
নেমে যাচ্ছি
নামতে চাচ্ছি
নামিয়ে দিচ্ছে
নামতে চাচ্ছি না
নামছি না
নামতে বাধ্য হচ্ছি
নামবো নামবো
নামছি না
কেউ ধাক্কা দিচ্ছে
থেমে যাচ্ছি
নামিয়ে নিচ্ছি
নামতে দিচ্ছি
দরজা
রাত দিন
সাদা কালো
সত্য মিথ্যা
প্রেম অপ্রেম
ন্যায় অন্যায়
আলো আঁধার
একই দরজার দুই পাল্লা। থার্ড ডাইমেনশনে
তুমি আমিও তাই, শুধু আটকে থাকতে
সময় অসময় খিল লাগাই।
পর্ব- ২
একটা বিন্দু তার সবদিকেই বন্দুক
একটা রেখা তার দুই দিকে বন্দুক
একটা ত্রিভুজ তার তিন দিকে বন্দুক
একটা চতুর্ভুজ তার চার দিকে বন্দুক
একটা পঞ্চভুজ তার পাঁচ দিকে বন্দুক
একটা ষড়ভুজ তার ছয় দিকে বন্দুক
একটা বৃত্ত তার সব দিকে বন্দুক
মাঝখানে আমি
বন্দী
বৃক্ষতো জন্মবন্দী
পাহাড় বন্দী
নদী বন্দী
সমুদ্র বন্দী
বন্দী সমস্ত প্রাণী
বন্দী মানুষও
শুধু মৃত্যু আছে বলেই
এই বন্দীত্ব চিরন্তন নয়।