ছুটিতো আমারও হবে, এই প্রখর রোদ আচমকা বৃষ্টি কাশফুল মেঘের বাড়ি সব লুকিয়ে নিয়ে যাবো, কেউ টেরও পাবে না।
রঙীন ছাতার দিন শেষ হলে, কাদা মাখা হৈ হুল্লোড়ে
মেখে নেবো জীবনের আনন্দ বেদনা।
থাকুন না ভালোবাসা অভিমান, যন্ত্রনার জয়গানে
ভারী হোক হৃদয়ের ছাদ বাগান। ঋতু পাল্টে গেলে থেমে যাবে এ ঝোড়ো বাতাস অলুক্ষুনে
আলো আর হারানোর ভয়।
কোকিলের কালিমা মুছে যায় সুরের মহিমায়।
অক্টোবর ০৪, ২০২৩