অন্তরে মৃত্যু সুখ। উদ্ভিদ সারাংশে
মিশে থাকি প্রকৃতির কায়ায়।

হে নদী, জল তরঙ্গ অঙ্গ তোমার
হাওয়ায় দোলে অঙ্গ তরঙ্গের জল
আমি ডুব দিবো, ডুবে মরে যাবো
খোলো দ্বার ভেসে যাক নির্ভয়ে
জীবনের সমস্ত অসুখের জোয়ার।

অমৃতের সন্ধানে ভাসাই দেহতরী
ভেসে ভেসে কালের ভেলায়
খুঁজে ফিরি লাল নীল জলের আনন্দ
ঢেউ ঢেউ সময়ে আলোর প্রেমে
হারিয়ে যেতে থাকে অযুত আঁধার।




০২ জুন ২০২৪