ধন্যবাদ ছাড়া কি‌ইবা দিতে পারি তোমারে ও তারে
যে যা দিলো সবেই করিল পূর্ণ মোরে ধ্যানে ও
জ্ঞানে। অবোধ অক্ষম আমি, বৃথা চেষ্টায় খুঁজেছি
সুখনীর মরীচিকার মতো‌।
চিন্তার সাগরে যে তরী ভাসাই তাতে প্লাবন বাড়ে
রক্ত তরঙ্গে, মুগ্ধ হয়ে ফিরে যাই তোমাদের ছায়ায়
যারা দিয়েছে হেলাভরে তিক্ত রিক্ত বিষ।
ধূপের গন্ধ চন্দনের শীতলতা তোমাদের পূজায় থাক,
আমি শুধু ধোঁয়ার কুয়াশায় লুকিয়ে যাই।
ভালো থাকুক পৃথিবী, প্রাণে সুখের গান শুনতে শুনতে
হারিয়ে ফেলছি সাধনার সুর, মোহমুক্তির সন্যাস যাপনে
অসুখ‌ই একমাত্র জীবনের পাথেয়।




৮ জুল ২০২৪