আমি টুকরো টুকরো কাঁচে আলো ফেলে ভাবতে
থাকি সূর্যমুখীর গোপন কথা।যার কেবল আলোর লোভ।

এরপর জলছবিতে মুখোশ আঁকি, আঁকি ছবির মতো
পাখির জীবন, ফুসরত পেলে অনলাইন বাজার ঘুরে ঘুরে
দেখতে যাকি জমজমাট হাওয়ার ভূবন।

যাবজ্জীবন কারাবন্দী বৃক্ষের মতো সময় বেঁধে ফেলছে কায়া, আসামির জীবন নিয়ে বাঁচছি প্রাণে, ভেতরে ক্ষোভ লালসার অযাচিত আবছায়া।

মুক্তির লোভে খুলে দিচ্ছি আধভাঙা বুকের পাঁজর, অপেক্ষার প্রহর গেলে অনাহুত বাতাস আসে, বৃষ্টি আসে, হানা দেয় কাল বৈশাখীর ঝড়।

একে একে সব দূর হয়ে যায় স্বজন আলো সুখ, ক্ষয়ে যাওয়া যান্ত্রিক জীবনে মরীচিকার সিনেমা শেষ হলে অবশিষ্ট থাকে পর আঁধার আর অসুখ।



জুন ০৬, ২০২৪