ভেঙে ভেঙে মালা গাঁথি পাথরের
অন্তর্জালে বাঁধা পড়ে যাচ্ছে পাখি, স্বপ্নের সিন্দুক লুট হয়ে যাচ্ছে। অমাবস্যায় ঢেকে যাচ্ছে
মৃত্যু-ঘুম, ভ্রমণ ভ্রম কেবল পাখা ঝাপটায়
দিগন্ত দেখে দেখে।

সূর্য মুখীর হাসির মতো দিন আসে। কার‌ও ওড়নায় ফাঁস দিয়ে দেয় দিকভ্রান্ত আলো
আনন্দ গান ভেসে থাকে নির্বাক শূণ্যে অদৃশ্যে
বিমূর্ত অসুখে পুড়তে থাকে জলের শরীর, ফুলের মতো নিশ্চুপ ঝরে যেতে থাকে সময়।


০৯ জুল ২০২৪