মৃত্যুকে ভুলে যেতে থাকে মানুষ। ভেতরে শুধু বয়ে বেড়ায় জন্ম তাড়নার অসুখ, বাড়তে বাড়তে টের পায় কোষের ভাঙন, মৃত্যু।

তবুও প্রেম বাসা বাঁধে পাখির বাসার মতো মনে ভোরের আলোর আনন্দ হয়ে। প্রকৃতি জুড়ে প্রেমের কীর্তন, ভালোবাসার গান।
গাছে গাছে কথা হোক, প্রেম হোক
মানুষের কাছে মানুষ এলেই তার সংজ্ঞা পাল্টে ফেলে। গাছের সে স্বভাব নেই।

নদীও যে কথা কয়, তার অন্তরে প্রেমের গান,
দুঃখের নিনাদ, জীবন চলার মতো। জল মাটির অন্তরঙ্গে ঢেউয়ের অনুনাদ।


০৪ জুন ২০২৪