গাছ পাখি লতা পাতা,
শীতের সকাল মাথায় ছাতা,

এই টুকু লিখে চুপ করে রইলাম কিন্তু হিসাব মিলছে না, শীতের সকালে ছাতার কাজ কি!
তারপর লিখলাম,

এই দেখো না কুয়াশা রাতে
হাতের ভেতর হাতটা রেখে
ফিরোজা রঙের চাদর মেখে
আমি আর তুমি যাই হেটে

এটুকু দেখে তুমি বললে, বাস্তবে হলে তুমি কত কিছু ভাবতে রাতে বের হলে এজমা বাড়বে কিনা সেইফটি ইস্যু কত কিছু।

আমি আবার লিখলাম,

শীতের সকাল
চায়ের কাপ
ভুল করলে করো মাফ,

অন্যায় যত শত শত
করেই যাচ্ছি বড় বড়,
মহৎ তুমি,  উচ্চ তুমি
মহসীন তুমি,  রুমী তুমি

গুণে যেন তুমি গুণান্বিতা
মনবাহারে সেই দীপান্বিতা,

শরত মাঝে ঐ ফাগুন তুমি,
সহস্র ভুষণে উপমিত
আমি গুরুচন্ডালে,তুমি প্রমিত।

ভেঙে লাজ, বার বার করো ক্ষমা
অর্ঘ্য দিয়ে যেন পাই শ্যামা।

এটুকু লিখা দেখে  তুমি উঠে চলে গেলে, তাই আর লেখার সাহস করলাম না।