অনেক হলো বেচা কেনা
অনেক হলো শেষ ;
অনেক হলো ঘোরাফেরা
থামবে কবে ক্লেশ !
শুরু থেকে শুরু করে,
ঘুরছি ঘাটে,হাটছি পথে
বলছি গল্প, বলেই যাচ্ছি
থামতে হবে ভুলেই গেছি;
এবার বুঝি, থামতে হবে
অনেক হলো শেষ
কাটছে প্রহর -প্রমোদ প্রহর;
একটু থেমে,চোখটা বুজে
বুঝে নিচ্ছি,বুঝিয়ে নিচ্ছি
এইতো হলো বেশ!
অনেক হলো বলার পালা;
এবার একটু শুনি,
গুনগুনিয়ে মিনমিনিয়ে
যা বলে লোকগুলি!
আমার বোধ হয় শেষ হলো;
এতেই বুঝি বেশ হলো
হয়তো আমার কিংবা তোমার,
তবু,অনেক হলো শেষ!