জগত সেচিয়া আমি
চন্দ্র তোমারে খুজি;

চন্দ্র তুমি মল্লরগত
তন্দ্র পল্লবে বুঝি!?

চন্দ্র তুমি চন্দ্রিকা হও
স্থান কাল কল্পভেদে

আমার বেলায়
জ্যোতস্না হইও
বেলীফুলের ঘ্রানে রেধে!

স্নানে আমি মূর্চ্ছা যাবো
তোমাতে পাবো কিংবা যাবো

তবু তুমি উন্মোচিত
জ্যোতস্না স্নাত
অবাক মায়ার জেদে!


©" কখনো চন্দ্রাহত "
এক কাব্যে এক উপন্যাস গ্রন্থের অংশবিশেষ
লেখাঃ স্বরচিত
সালমান হৃদয়