দূরে দূরে থাকলাম,
কাছে কাছে থাকলাম
থেকেও দেখলাম
না থেকেও বুঝলাম
সর্বাবস্থায় আমি বোধ করি , একা !
আমি বুঝলাম
আমরা একা , প্রত্যেকে একা ,
জনস্রোত আমি একার দেখা পাই,
বুঝলাম পৃথিবী দুঃখ শুনতে চায়
কিন্তু সুখ দেখতে চায় না, পেতে চায় !

আর কিছুদিন না হয় থাকি , যেটুকু আছে বাকি !